জামালগঞ্জে ব্র্যাক প্রমিজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

জামালগঞ্জে ব্র্যাক প্রমিজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
টিকটক প্রাইভেট লিমিটেড এর অর্থায়নে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিজ প্রকল্পের, ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট এন্টারপ্রনিওরশীপ প্রোগ্রাম ফর ইউথ-লেড বিজনেস আয়োজিত অবহিতকরণ সভা ১৭ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।

অন্যান্য অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. রহিছ  উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল মুকিত।

সভা সঞ্চালনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক একে আজাদ। প্রোগ্রাম কার্যক্রম  উপস্থাপনা করেন জেলা ব্যবস্থাপক তানবীন সুইটি এসডিপি। 

আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুন এসডিপি, জেলা ব্যবস্থাপক মো. গোলাম রসুল এসডিপি, প্রগতি এরিয়া ম্যানেজার, দাবি এরিয়া ম্যানেজার, দাবি ব্রাঞ্চ ম্যানেজার, উপজেলা একাউন্স, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার,  প্রমিজ প্রকল্পের প্রশিক্ষনরত ক্লায়েন্টগণ এবং সংবাদকর্মীবৃন্দ।

সভায় প্রোগ্রাম সংশ্লিষ্ট বক্তারা বলেন, এই কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ট্রেডে ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য উপযোগী প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা।

এ সংক্রান্ত আরও সংবাদ