সুজন তালুকদার :ছাতকের ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত),গাবুরগাঁও দারুল ক্বোরআন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,ভাষা সৈনিক মাষ্টার ইমতিয়াজ আলী'র দাফন সম্পন্ন। সোমবার সকালে তার নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বিকাল ২ টা ৩০ মিনিটের সময় আন্ধারীগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম মাষ্টার ইমতিয়াজ আলী জীবদ্দশায় ধারণ হাইস্কুল ছাড়াও শিক্ষকতা করেছেন কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই হাইস্কুল,ছাতকের খরিদিচর আলিম মাদ্রাসা,চেচান সিপিবি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফলতার সহিত শিক্ষকতা করেছেন।
মরহুমের জানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন