প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
“তুমি আমার প্রাণ পাখি” শিরোনামে দেশের সংগীতাঙ্গনে মুক্তি পেলো আরেকটি নতুন গান। যুক্তরাষ্ট্র প্রবাসী ইমদাদ খানের গল্পের উপর ভিত্তি করে তরুণ গীতিকার মুনসুর সানীর কথায় আকরাম খানের সুরে মো. সজিব খানের সংগীতায়োজনে গানটি ডুয়েট গেয়েছেন ‘ছেলে তোর কোকরা কোকরা চুলে’ গানের জনপ্রিয় গায়িকা শবনম সুমী এবং সিলেটের আঞ্চলিক গানের জনপ্রিয় গায়ক সোনা মিয়া।গানটিতে বাঁশি বাজিয়েছেন বাংলাদেশের বাঁশির যাদুকর জালাল আহমেদ।
গানটির ভিজুয়ালাইজেশনে অভিনয় করেছেন কেএম সায়েদ নিলয় এবং সুমি আক্তার পলি।গানটি মুক্তি পেয়েছে (Suna Mia TV) ইউটিউব চ্যানেলে।
এ নিয়ে তরুণ গীতিকার আদনান সানী মুনসুর বলেন,আমি সংগীত জগৎকে সম্মৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।অন্যান্য গানের মত এই গানটিও দর্শক মহলে সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। ধারাবাহিকভাবে Suna Mia TV ইউটিউব চ্যানেলে আমার ১০০ গান মুক্তি পাবে। বিষয়টি নিয়ে চ্যানেলটির প্রযোজক যুক্তরাষ্ট্র প্রবাসী ইমদাদ খানের সাথে আমার একটি চুক্তি সম্পন্ন হয়েছে।
আমি আশাবাদী দেশবাসী আমার লেখাগানগুলো সাদরে গ্রহণ করবেন।
উল্লেখ্য ফোক এবং আধুনিক ঘড়ানার গানের উদীয়মান গীতিকার মুনসুর সানী।
মার্কেট ভেলু বুঝে গান লিখেন। সংগীতে গীতিকার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন দীর্ঘ দিন।অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে গীতিকার হিসেবে তাঁর শুভ যাত্রা ঘটে বাংলাদেশের ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লার গাওয়া ‘পিরীত হইলো মনের ক্যান্সার’ শিরোনামের গানটির মাধ্যমে।
শামরান আহমেদ মিলনের সুরে এবং মুন্সী জুয়েলের সংগীতায়োজনে ‘ভয়েজ গার্ডেন’ ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবার পর ফেসবুক এবং টিকটকে এই গানটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই গানের পর থেকেই গীতিকার হিসেবে চলার পথ মসৃণ হয়ে উঠে মুনসুর সানীর। বর্তমান প্রজন্মের পালস্ বুঝে গান লিখায় এ প্রজন্মের অনেক নামকরা শিল্পীরা তাঁর রচিত একের পর এক গান গেয়ে যাচ্ছেন।মুনসুর সানী রচিত গগণ সাকিবের গাওয়া “মনটা যদি থাকতো দেহের বাহিরে’ পথিক উজ্জলের গাওয়া ‘ছাইড়া গিয়া আঘাত করলি কলিজার ভিতরে’ মিরাজ খানের গাওয়া ‘আমি এক বেহায়া পাখি’ শিমুল হাসানের গাওয়া ‘ভাইঙ্গা মনটা করলে গুড়াগুড়া’ রাজু মন্ডলের কেউ প্রেম কইরো না ” সংগীতা সুমার গাওয়া ‘ তুমি কেন আমার না’ এস এ আপনের গাওয়া ‘আকাশে অনেক তারারে’ মাসুদ টুটুলের গাওয়া ‘তুমি আমায় যাইওনা ভুলে’ বাউল সুর্যলালের গাওয়া ‘অতীতের দিন গেছে ভালো’ শিরোনামের গানগুলি ইতোমধ্যে ইউটিউবে রিলিজ হয়েছে। এসব গান মুক্তির পর গীতিকার হিসেবে মুনসুর সানি ধীরে ধীরে সমাদৃত হচ্ছেন।
আগামীতে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুবেল খন্দকার,সাগর বাউল ,রাজু মন্ডল,সাথীখান,মুন সুর,মহুয়া মুন,অঙ্কন,শিল্পী বিশ্বাস, সামিয়া সহ অনেকেই তাঁর নতুন কিছু গান নিয়ে আসবেন।এসব গান নিয়ে গীতিকার মুনসুর সানী অনেক আশাবাদী।
উল্লেখ্য,গীতিকার মুনসুর সানীর বাড়ী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সুজাতপুর গ্রামে। জীবনের প্রয়োজনে তিনি ইতালী বসবাস করেন। বাংলা সংগীত জগৎকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি দেশের বাইরে থেকেও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বাংলা গান নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest