প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর::
প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে আমরা যুবরা এই প্রতিপাদ্যে সারাদেশে ন্যায় জগন্নাথপুর উপজেলার,মানবিক সংগঠন যুব ফোরামের উদ্যােগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
(১৫ অক্টোবর) মঙ্গলবার আলোচনা সভা, র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। দুপুর ২ ঘটিঘায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে র্যালি করা হয়। পরে ৩ ঘটিঘায় উপজেলার বাদাউড়া গ্রামে আলোচনা সভা হয়, সংগঠনের আহবায়ক জুয়েল মিয়ার সভাপতিত্বে, ও সংগঠনের যুগ্ম আহব্বায়ক সুচিত্রা রানী দাসের, সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন, মহল্লা সর্দার লুৎপুর রহমান, এবং আলোচনার প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য তাপস দা’
যুগ্ম আহবায়ক সিপন দাস ও
যুব ফোরামের সদস্য মমতা রানী দাস। বক্তারা বলেন,
কিশোরীদের সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভার পরিবেশ তৈরি করে প্রান্তিক নারীদের সম্পৃক্তকরণে “জলবায়ু অভিঘাতজনিত দুর্যোগে নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা, সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিতকরণ যুব সমাজ এগিয়ে আসতে হবে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজ মানবিক কাজে অংশ গ্রহণ করে সমাজের কথা বলতে হবে। নারীদের তাদেরকে তাদের অধিকার পরিপূর্ণতা ভাবে বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহব্বান করেন। এ ব্যপারে সংগঠনের আহবায়ক জুয়েল মিয়া জানান, সুইজারল্যান্ডের অর্থয়নে রূপান্তর আস্তা প্রকল্পের মাধ্যমে মানবিক সংগঠন যুব ফোরাম সংগঠনের মাধ্যমে মানব সেবা করে আসছে, বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকারের কথা বলে আসছে, সরকারের পাশাপাশি সমাজের উন্নয়নের কাজে সহয়তা করে আসছে। এই সংগঠনের লক্ষ দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করা, গ্রামীণ জনগোষ্ঠীকেকি ভাবে উন্নয়ন মুখী করা যায় শিক্ষিত বেকারত্বকে কিভাবে মানবসম্পদে পরিণিত করা যায় সেই চেষ্টা প্রচেষ্টা করা । তাই সমাজের যুব সমাজ মানবিক কাজে সরাসরি সম্পৃক্ততা মাঠ পর্যায় আসতে হবে তাহলে এগিয়ে যাবে পিছিয়ে পড়া এই সমাজ। সমাজের উন্নয়নের স্বার্থে যে কোন সময় যে কোন দপ্তরে এই যুব ফোরামে সদস্যকে সেচ্ছাসেবক হিসেবে কাজে নিতে পারিবে। তিনি আরো বলেন, আমরা যুবরা সবাই মিলে পারিব এই সমাজকে বদলাতে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest