মোঃ মোশফিকুর রহমান স্বপন :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্ট এলাকা থেকে দুই সহযোগীসহ তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, আটক হওয়া আফতাব উদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। ওই মামলার এজাহারনামীয় ২৩ নং আসামি সে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাহিরপুর থেকে সুনামগঞ্জ শহরে আসার পথে দুই সহযোগিসহ তাকে আটক করে।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, আফতাব উদ্দিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের ওয়াটার লর্ড খ্যাত জয়নাল আবেদীনের ছেলে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন