প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
কানাডা থেকে জাকিয়া সুলতানা :
গত ০৩-অক্টোবর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত শান্তিগঞ্জ এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে, সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক তাহিরপুর যুব ফোরাম ও সুনামগঞ্জ যুব ফোরামের তিন দিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
এসময় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা (১০ম ব্যাচ-৩০ জন) এবং তাহিরপুর উপজেলা (১১তম ব্যাচ-৩০ জন) জন সদস্য।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। শান্তিগঞ্জ উপজেলা সহঃ ভূমি কমিশনার মোঃ ফজলে রাব্বি চৌধুরী, সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর লাভলী সরকার লাবন্য, ফিল্ড অফিসার আল ইমরান মুন্না এবং মোঃ রাজীব হাসান প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest