প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪
দুর্ঘটনায় গুরুতর আহত হতদরিদ্র পরিবারের দিনমজুর মনিরুল ইসলাম বাঁচতে চায়।
তার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। মনিরুল ইসলাম জীবন ও জীবিকার তাগিদে ইঞ্জিন চালিত নৌকায় ড্রাইভারের কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি গত শনিবার (২৮সেপ্টেম্বর) সুনামগঞ্জের বালু চড়ায় স্টিল বডি নৌকা বালু ভর্তি করে দুর্লভপুর ঘাটে ডাম্পিং করতে নিয়ে আসার সময় নৌকার ইঞ্জিন চালু করেন। এ সময় তার কোমরে গামছা বাধা ছিল। গামছার ঝুলন্ত অবস্থায় থাকায় অতিরিক্ত অংশ মেশিনের চাকার সাথে প্যাঁচ খেয়ে মনিরুলের কোমর ও হাত পা থেঁতলে যায়। এই ঘটনায় নৌকার মাঝি দ্রুত ইঞ্জিন চালিত নৌকা বন্ধ করে দেন। তখন তার অবস্থা আশংকাজনক হলে তারাতারি তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ তালা ৪ নং ওয়ার্ডের ২৪ নম্বর সিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মনিরুলের পারিবারিক সূত্র জানিয়েছে, কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, তার বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অনেক সময়ের ও চিকিৎসার প্রয়োজন। সে ক্ষেত্রে তার তিন-চার লক্ষ টাকা লাগতে পারে। স্থানীয়রা জানান, তার ৪ সদস্য পরিবারে তিনিই একমাত্র উপার্জনকম লোক ছিলেন। দরিদ্র হতভাগ্য মনিরুলের এই গুরুতর অবস্থা থেকে বাঁচার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব না। এমনকি তার চিকিৎসা চালানোর মত কোন সক্ষমতা তার পরিবারের না থাকায় দেশ ও প্রবাসের সকল হৃদয়বান দানশীল ব্যক্তির কাছে সাহায্যের আবেদন জানিয়ে হাত পেতেছেন অসহায় মনিরুলের পরিবার। সবার সহায়তায় সুস্থ হয়ে ফিরে আসতে পারে মনিরুল ইসলাম। এমন আশায় বুক বেঁধে আছেন তার পরিবার পরিজন।।
সাহায্যের জন্য প্রয়োজনে- বিকাশ পার্সোনাল-
(01610641917) মাওলানা সাজিদ বিন ইউনুস। রাহাদ আলম হৃদয় (01756619184)
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest