তোমারি অপেক্ষায়
সাগর চৌধুরী
চাঁদের আলোয়- মুখরিত রাত,
ফুলের গন্ধে সুবাসিত- আজ,
শরতে কাশের মেলা,
বসন্তে ডাকিবে- কোকিল,
তোমারি অপেক্ষায়- আমি,
আজো এলে না তুমি!
চলে যাওয়ার শরৎ- এসেছে ফিরে,
তবুও তুমি এলে না যে!
তোমারি জন্য-
অপেক্ষায় আমি,
শরতের কাশের বাগে।
ঝরে যাওয়া গাছে- গজিবে পাতা ,
বসন্তেরি ডাকে,
তবুও তুমি এলে না যে!
নদী মিলেছে সাগরে- বর্ষার ডাকে,
তবোও তুমি এলে না- যে আমার কাছে!
কবে আসবে তুমি?
শরতে কাশের হিমেল-
হাওয়া,
শিউলি ঝরা পাখির- ডাকে
কবে আসবে তুমি?
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন