আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা ””জনতার আওয়াজ”র সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাহের আহমেদ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জামালগঞ্জ উপজেলার সকল প্রকার সংবাদ ”জনতার আওয়াজ” পত্রিকায় পাঠানোর জন্য অনুমতি দেওয়া হয় তাহের আহমেদকে।
এসব তথ্য জানিয়েছেন পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল আজিজ।
এসময় তাহের আহমদ সবার সহযোগিতা চেয়েছেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । জামালগঞ্জবাসীকে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার আহ্বান জানান তিনি - 01719238680।
তাহের আহমদকে জনতার আওয়াজ পত্রিকায় জামালগঞ্জ প্রতিনিধি নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন