প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় উপজেলা শহীদ মিনারে শহিদের স্মরণে সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সম্পন্ন অনুষ্টিত হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, ইউপি সচিব কংকন সরকার ,দেশপ্রবাস সংগঠনের সভাপতি নুরুল হক আর্মি, সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর,জামালগঞ্জ মিডিয়া প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী, সংগঠনের সদস্য ও টিম লিডার আনোয়ার হোসাইন, খোকন,তোফাজ্জল, সালমান,মোহাম্মদ নবী,লাদেন,আমির হামজা,আবু সুফিয়ান,উজ্জ্বল, তোফায়েল সহ দেশপ্রবাস,সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ সহ অনেকে।
এসময় ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার বলেন, ১৬ই ডিসেম্বর বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল বলে আমরা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছি।১৬ই ডিসেম্বর এলে পাকিস্তানি হানাদার বাহিনী কথা মনে পড়ে কত মা বোনের ইজ্জত, কত তরুণের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে। শহীদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মোদের স্বদেশ। তাই আমি সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সকল শহীদ স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর বলেন, স্বাধীনতা আজ ৫১,বছর।আমরা ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী হাত থেকে এইদিন মুক্তি পাই।স্বাধীন ভাবে বাঁচত নিজস্ব ভূখণ্ড পাই।আমরা আমাদের লাল সবুজের পতাকা কে ভালোবাসি।
“১৬ই ডিসেম্বর এলে
হৃদয়ে রক্তক্ষরণ হয়
পাকিস্তানি হানাদার
রাজাকার আলবদর আলশামসের
কথা মনে পড়ে বারেবার”
শ্রদ্ধা নিবেদন শেষ করে সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর বলেন,১৯৭১সালে ২৫শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ নয়মাস মুক্তিযুদ্ধের পর আমরা ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় আমাদের বাংলাদেশ। ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। আমরা শহীদের আত্নার মাগফেরাত কামনা করি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest