ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামে রেজভীয়া খানকা শরীফ মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদ এই অনুষ্ঠানেন আয়োজন করে। সংগঠনটির সভাপতি ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এতে সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাস্টারের সঞ্চালনে সভায় হযতর মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে আলোচনা করেন সংগঠনটির সহসভাপতি সেলিম আহম্মেদ, আক্কাছ শাহ, ফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ার খান রেজভী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রিফাত নূরী আল মুজাদ্দেদী, প্রচার সম্পাদক খোকন ফকির প্রমুখ। পরে মিলাদ মাহফিল হয়। মোনাজাত পড়ান মাওলানা ক্বারী শামছুল হক রেজভী। সবশেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন