ভাটির কন্ঠ ডেস্ক:১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে অসহায় হতদরিদ্রদেরকে ফ্রি চিকিৎসা, ওষুধ ও শীতবস্ত্র প্রদান করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি।
(১৬ ডিসেম্বর) শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী গুচ্চগ্রামের দুই শতাধিক পরিবারকে এই সহায়তা প্রদান করেন। বিজয়ের দিনে শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা এবং ওষুধ সামগ্রী পেয়ে সুনামগঞ্জ বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান হত শীতার্ত হতদরিদ্র লোকজন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার মেজর নাজমুল হাসান সহ প্রমুখ।
এসময় বিজিবি টিম অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সহায়তা বিতরণ কাজ এবং চিকিৎসা সেবা পরিচালনা করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন