আব্দুস সামাদ আফিন্দী::
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বানভাসি পরিবারের পাশে দাঁড়িয়েছে জামালগঞ্জে র আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি।
শনিবার (৩১শে আগষ্ট) সকালে পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বানভাসি দুইশত বন্যার্ত পরিবারকে দেওয়া হয় খাদ্য সহায়তা।
বিভিন্ন পানিবন্দি গ্রামে গলা পানিতে নেমে তারা ত্রাণ সহায়তা দেন।
দুইশত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন আঞ্চলিক মানবাধিকার সংগঠনের উপজেলা সমন্বয়কারী তাহের আহমদ,সুপার সিক্সটি টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ ,তোফাজ্জল ইসলাম, আব্দুস সামাদ আফিন্দী,নেছার আহমদ, সংগঠনের সদস্য খোকন মিয়া,আমির হামজা সোহাগ ,রাহাদ আলম হৃদয় সহ অনেকেই।
এছাড়াও সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বন্যা,মহামারি সহ অসহায় ও হতদরিদ্র সুবিধাবঞ্চিত পরিবারের পাশে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন