কৃষকের ছেলে
বিজন দাস প্রলয়
আমার স্বপ্ন অনেক বড় আইনজীবী হবো,
সব সময় গরীব দুঃখী মানুষের ন্যায় এনে দেবো।
বাঙালির ঘরে জন্ম আমার বাংলা ভালবাসি,
তাইতো আমি কৃষকদের অনেক ভালবাসি।
কৃষকেরা হলো দেশের সম্পদ সকলের হয়তো নেই জানা ।
কৃষক ছাড়া দেশে ভাত ঝুটবেনা এ কথাটা কোন চাকরিজীবী ভূলো না।।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন