ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে উপজেলার রূপকথা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন রবিবার (৩০জুন) বেলা দুইটার দিকে সম্পন্ন হয়েছে। এতে ভোটার সংখ্যা ছিল ২১জন। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে আবুল মিয়া ১২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতীকে লিয়াকত আলী পেয়েছেন দুই ভোট। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি পদে ছাতা প্রতীকে কামাল মিয়া, সম্পাদক পদে মাছ প্রতীকে আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে তালা চাবি প্রতীকে কালাম, সদস্য পদে বই প্রতীকে জাকারিয়া, মই প্রতীকে গৌরাঙ্গ চন্দ্র দাস। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমেদ এই ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন