আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন,অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন এ স্লোগান কে সামনে রেখে লিস্টিং কার্যক্রমে তালিকাকারিগণের তিন(০৩) দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টানের উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার(২৮জুন) জামালগঞ্জ সরকারি কলেজে
সকাল ৯টা ৫টা পর্যন্ত ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত উপজেলা অর্থনৈতিক শুমারি সমন্বয়কারী দিলোয়ার হোসেন, জোনাল অফিসার আহসান আলী,আইটি সুপারভাইজার ইবাদুর রহমান, রাহুল চৌধুরী ।
এসময় ৬৫জন শুমারী কর্মীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন