প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৪
সুজন তালুকদার,ছাতক : ছাতকে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বন্যার পানিতে থৈ-থৈ করছে উপজেলার সর্বত্রই। উপজেলা পরিষদ,থানা,সহ বিভিন্ন সরকারি দপ্তরে বন্যার পানি প্রবেশ করেছে। ছাতক- সিলেট, ছাতক-জাউয়া, ছাতক-দোয়ারাবাজার সড়ক সহ সকল গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। নদ-নদীতে নৌ-চলাচল ও সীমিত।ছাতকে সুরমা,চেলা ও পিয়ান নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদ সীমার ১৫৮ সে.মি. বা ৫.১৮ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌর সভার হাজার-হাজার ঘর বাড়িতে বন্যার পানি ঢুকেছে। শত-শত কাঁচা ঘর- বাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেক মানুষ। উপজেলার বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার পরিবার। উপজেলার হাট-বাজার,ব্যবসা প্রতিষ্ঠান,স্কুল-কলেজ,মসজিদ, মাদ্রাসা,মন্দির বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গ্রামীণ অনেক সড়ক ভেঙ্গে গিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। বন্যায় স্কুল,কলেজ,মাদ্রাসা,
রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর হাই স্কুল, হাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালারুকা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার সহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ পালিত গরু-ছাগল, হাস-মোরগ নিয়ে আশ্রয় নিয়েছেন। পৌর সভার বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়,মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে অনেক পরিবার আশ্রয় নিয়েছেন। আমার জেনেছি এমন দূর্যোগ ময় সময়ে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম দিগুণ করে ফেলে,যদি উপযুক্ত প্রমাণ সহ কারে কোনো ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়,তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে থানা পুলিশ। ১৮ জুন মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিডিয়ার এক প্রশ্নের জবাবে ছাতক থানার ওসি মোঃ শাহ আলম বলেন আমরা চাকরি করি মানুষের কল্যাণে তাই ঈদের ছুটিতে ও নিজ বাড়িতে মন বসেনি বানবাসীদের কল্যাণে কাজ করতে ছুটে এসেছি,যদি বন্যায় কোনো পরিবার পানিবন্ধি হয়ে থাকে যে কেউ সঠিক তথ্য দিলে তাদের কাছে ছুটে আসবে ছাতক থানা পুলিশ, এমন কি যাতে করে চুরি ডাকাতি না হয় প্রশাসনের কঠোর নজর দারি থাকবে জেলা প্রশাসক, সার্কেল, ইউএনও মহোদয় সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ সব সময় বানবাসী মানুষের কল্যাণে কাজ করতে দিকনির্দেশনা ও পরামর্শ নিয়ে আসছেন এতে ভয়ের কারন নেই জনগনের নিরাপত্তায় রয়েছে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, অলনাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest