প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক,ভাটির কন্ঠ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ হযরত চান্দে আলী শাহ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে শিক্ষার্থীদের বিভিন্ন কবিতা, গল্প লেখা সম্বলিত একটি দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে। দেয়ালিকাটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার এবছরের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও দক্ষিণ সুরমা প্রগতি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক, বিশিষ্ট লেখক, গবেষক হাওরকবি জীবন কৃষ্ণ সরকার। এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম সহ অন্যান্য সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন। এসময় হাওরকবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়ালিকার গুরুত্বারোপ করতে গিয়ে বলেন আমার লেখালেখির শুরুটাও হয়েছিল স্কুলে দেয়ালিকায় লেখালেখির মাধ্যমেই। এই দেয়ালিকায় লিখতে লিখতেই অনেকের কবি প্রতিভা কখন বিকাশ হবে তা কেউ জানেনা। সাহিত্য মনস্ক প্রজন্ম তৈরিতে দেয়ালিকার গুরুত্ব সবার উপরে। এসময় তিনি এমন উদ্বোগে কবিকে উদ্ধোধক করায় সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
এর আগে বেলা ২ টায় হাওরকবিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের প্রাণোচ্ছল শিক্ষার্থীরা । এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠাণে প্রধান অতিথির আসন অলংকৃত করেন হাওরকবি। সাংস্কৃতিক অনুষ্ঠাণে হাওরবাংলার চিরায়ত ঐতিহ্য বিভিন্ন অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেন শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যেশ্য কবি বলেন – শিক্ষার উদ্যেশ্য এখন আর কেবল মুখস্থ করা নয়, বরং জ্ঞান ও দক্ষতার সমন্বয় করে অভিজ্ঞতা নির্ভর একটি প্রজন্ম তৈরি করাই বর্তমান শিক্ষার তথা কারিকুলামের উদ্যেশ্য। আগে যেখানে সার্টিফিকেটে মুখস্থের স্বীকৃত থাকতো, এখন সার্টিফিকেটে দক্ষতার স্বীকৃতি থাকবে। কাজেই বর্তমান কারিকুলামটিকে তোমরা আন্তরিক ভাবে গ্রহণ করলে তোমরা কেবল বাংলাদেশ নয় পৃথিবীর বুকে একজন দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। এসময় কবির বক্তব্যে মুহুর্মুহ করতালিতে শিক্ষার্থীরা কবিকে অভিনন্দিত করেন। অনুষ্ঠানটির আয়োজক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, হাওরকবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest