আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ(সুনামগঞ্জ)::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার
সম্মিলিত সমাজ সেবা সংগঠন দেশ-প্রবাসের পক্ষ থেকে হাওরাঞ্চলের বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার(৭জুন) সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দেশ-প্রবাস সংগঠনের সভাপতি নূরুল হক, পরিকল্পনা সম্পাদক নূর জালাল মিয়া,
ক্রিড়া সম্পাদক হাসিবুল হাসান বাতেন, সহ-ক্রিড়া সম্পাদক রিয়াজুল হক, দপ্তর সম্পাদক খোকন মিয়া,স্বেচ্ছাসেবক সদস্য তামিম হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।
এসময় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে লুঙ্গি, শাড়ি, গামছা সহ ইদ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে (১৮ মে) বিকেলে বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৯টি বসতঘর। আছানপুর গ্রামের হুমায়ুন কবিরের রান্না ঘর থেকে এই আগুনের সুত্রপাত ঘটে। সাথে-সাথে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘর গুলোতে। আগুনে প্রায় ৮০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন