প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৪
তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি::
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২জুন)সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র উপজেলার বিপুল ভোটে জনগনের প্রিয় নেতা ও নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন, মাধ্যমিক কর্মকর্তা মিজানুর রহমান, অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সীতেশ রঞ্জন সহ অভিভাবক বৃন্দ।
সংসদ সদস্য এডঃ রনজিত চন্দ্র সরকার বলেন, আমাদের হাওর এলাকার শিক্ষা ব্যাবস্থা অন্যান্য উপজেলার চাইতে এখনো পিছিয়ে আছি,আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে তাহলেই আমরা শিক্ষায় এগিয়ে যেতে পারবো।
নব-নির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, আমরা নতুন দায়িত্ব পেতে যাচ্ছি, আমাদের শিক্ষা ব্যাবস্থাকে এগিয়ে নিতে হলে সকলে মিলে কাজ করতে হবে।আপনাদের যে কোন সমস্যায় আপনারা উপজেলা পরিষদে আসবেন আমরা সহযোগিতা করার চেষ্টা করবো।
বিপুল ভোটে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, আমরা এখনো অনেক কিছু থেকে পিছিয়ে আছি, আমরা হাওরবাসী বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা বর্ষাকালে জীবনের ঝুকি নিয়ে স্কুলে আসতে হয়। আপনারা আমাদের কে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করেছেন। আমরা আপনাদের নিকট চিরকৃতজ্ঞ।আমরা উপজেলা পরিষদ আপনাদের প্রিয় সন্তান মাননীয় সংসদ সদস্য এডঃ রনজিত চন্দ্র সরকারের নেতৃত্বে এই এলাকার শিক্ষা ব্যাবস্থাকে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকিব।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest