আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি বসতঘর। শনিবার (১৮ মে) বিকেলে আছানপুর গ্রামের হুমায়ুন কবিরের বাড়ি থেকে এই আগুনের সুত্রপাত ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরেগুলোতে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, হূমায়ুন কবির নামে একজনের রান্নাঘরে প্রথমে আগুন লাগে। এরপর তা পুরো গ্রামে ছড়িয়ে পড়লে ইস্পা,বাদিল,আবদুল জহুর, মাসুক আলী, আমজদ,সেজল শাস্তু,আলআমিন, সাদরুল, বিলাল, মাহবুব, আজিলক সহ ১৯টি ঘর পুড়ে যায়।
গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন