জাকিয়া সুলতানা সুনামগঞ্জ : সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত ও সকলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন হবে তাহিরপুর উপজেলায়।
১৭ মে সকাল ১০টায় তাহিরপুর উপজেলা প্রাঙ্গনে তাহিরপুর উপজেলা যুব ফোরামের আয়োজনে, সকল প্রকার সহিংসতার অবসান চাই ও উপজেলা নির্বাচন হউক শান্তি সম্প্রতীর মেল বন্ধন হউক এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও ব্যালি অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাচনে শান্তি ও সম্প্রিতির মেলবন্ধন তৈরীর লক্ষ্যে এবং সকল প্রকার সহিংসতার আবসানের দাবিতে মানববন্ধন ও র্যালীটি উপজেলা পুরো চত্বর প্রদক্ষীন করে আবারও সবাই একত্রে মিলিত হন।
এসময় অংশগ্রহণ করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য এবং জেলার শ্রেষ্ঠ জয়িতা, সাংবাদিক, সংগঠক জাকিয়া সুলতানা মনি। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাইবুল ইসলাম, প্রিয়াংকা, কনা, রুবেল, পপি, কবির সহ যুব ফোরামের সকল সদস্য বৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন