প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪
ভাটির কণ্ঠ ডেস্ক :
প্রচারণার শেষ সময়ে এসে তাহিরপুর উপজেলার নির্বাচনের মাঠ জমজমাট। মাঠপর্যায়ে সশরীরে প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে জোর প্রচারণা।
যেখানে তাহিরপুর উপজেলাবাসীর ভাগ্যের উন্নয়নের কথা বলছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
সবমিলিয়ে শেষ সময়ে এসে ভোটের হিসাব-নিকেশে অনেকটাই প্রতিশ্রুতি ও পরিবর্তনের কথা চিন্তা করে বলছেন আলমগীর খোকনকেই এবার ভাইস চেয়ারম্যান চান তারা।
সাধারন ভোটারগণ বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের ভোটাররাই এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চাচ্ছেন যাকে সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে পাবেন সব সময়।তবে এজন্য নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ চান ভোটাররা।
বড়দল দক্ষিণ ইউনিয়নে বাসিন্দা ও ভোটার সানজাব উস্তার বলেন, যদি ভোটের পরিবেশ বজায় রাখা হয় আর কেউ প্রভাব বিস্তার না করে তাহলে নারী-পুরুষ এবং তরুণ থেকে বৃদ্ধ সবাই ভোট দিতে যাবেন।সেক্ষেত্রে ভোটাররা পছন্দের প্রার্থীকে এবার খুঁজে নিতে পারবেন, যিনি উন্নয়ন না করতে পারলে ভালো ও খারাপ সবটা সময়ই আমাদের পাশে থাকবেন। বিপদে যার দুয়ারে গিয়ে ফেরত আসতে হবে না, কিংবা জরুরি প্রয়োজনে কল দিলে অন্তত সেটি ধরে শুনবেন। সেই দিক থেকে এবার আলমগীর খোকনের ভাগ্যের চাকা ঘোরে যাবে ইনশাআল্লাহ।
তবে ভোটের পরিবেশ বজায় রাখতে গেলে উপজেলার ভোটার ও বাসিন্দাদের কোনো প্রভাবই থাকবে না উপজেলাতে এমনটাই বলেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest