প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৪
জাকিয়া সুলতানা সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পর্যাপ্ত নারী বান্ধব পাবলিক টয়লেট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন পৌর মেয়র নাদের বখত। একই সাথে পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম – এমএএফ সুনামগঞ্জ’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে পৌর মেয়র এসব বলেন। বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি জানান নগরীতে জলাবদ্ধতা দূরীকরণেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, এজন্য বর্ষা মৌসুমের আগেই পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তাগিদ দেন তারা।
১৫ মে বুধবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, শহরের জনসমাগমস্থলে পর্যাপ্ত পাবলিক টয়লেট নেই, এতে বেশ ভোগান্তিতে পড়তে হয়, বিশেষ করে নারীদের ভোগান্তি সবচেয়ে বেশি। এছাড়া ড্রেন পরিস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণ, পুকুর, খাল ও জলাশয় সংরক্ষণের দাবি করা হয় বৈঠকে। সম্প্রতি এমএএফ এর উদ্যোগে শহরের আশেপাশে যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা প্রশংসনীয় উল্লেখ করে মেয়র জানান এই কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
এছাড়া, পাবলিক টয়লেটের গুরুত্ব এবং জলাবদ্ধতার সীমাবদ্ধতা নিয়ে মেয়র বরারব বক্তব্য তুলে ধরেন, যথাক্রমে ম্যাফ সুনামগঞ্জের দুজন যুগ্ন সম্পাদক সৈয়দা ফারহানা ইমা এবং জাহাঙ্গীর আলম।
উন্নয়ন সংস্থা এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত বাংলাদেশ ষ্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্পের সহায়তায় এ বৈঠকে সভাপতিত্ব করেন এমএএফ সুনামগঞ্জের সভাপতি শাহ আবু নাসের এবং সঞ্চালনা করেন, এমএএফ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন। এতে আরো অংশ নেন, সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা দীন ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান, সুনামগঞ্জ মহিলা লীগের সহ-সভাপতি ফৌজি আরা শাম্মি, সুনামগঞ্জ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কামরুল হাসান রাজুসহ আরো অনেকে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest