প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ২, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, সিলেট থেকেঃ
ভ্রমণকন্যা ট্র্যাভেলেটস অফ বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত Gender Based Violence ওয়ার্কশপ সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে গত(৩০শে এপ্রিল) এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে । এই কর্মশালায় একটি সার্ভে করা হয় যার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, বিদ্যালয়ের বৈশিষ্ট্য, লিঙ্গভিত্তিক মনোভাব ও বিশ্বাস, শারীরিক শাস্তি, যৌন হয়রানি, লিঙ্গ সহিংসতা ইত্যাদি আরো অনেক বিষয় জানা যাবে। প্রায় তিন ঘন্টার এই কর্মশালায় উপস্থিত ছিল ৬ষ্ঠ-১০ম শ্রেণির ২৫০ জন ছাত্রী যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওয়ার্কশপটি সফলভাবে শেষ হয়েছে।
কর্মশালার শেষে ৭ জন ছাত্রীকে একসাথে করে ফোকাল গ্রুপ ডিসকাশন হয়। সেখানে তারা জানায় যে শারীরিক কোনো শাস্তির অভিজ্ঞতা তাদের নেই, তবে তারা প্রায়ই স্কুলে যাতায়াত পথে ইভটিজিং /বুলিং এর স্বীকার হয়। কিন্তু এতে ভয় না পেয়ে তারা পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য নিয়ে এরকম অনেকগুলো ঘটনার সমাধান করেছে নিজেরা। এতে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তারা নিজেরাও অন্যদেরকে এ বিষয়ে সচেতন করতে আগ্রহ প্রকাশ করেছে।
এসময় উপস্থিত ছিলেন ভ্রমণকন্যা-Travelettes Of Bangladesh এর সিলেটের জোন লিডার কাকলি, কো-জোন লিডার সিয়াম এবং ভলান্টিয়ার শতরুপা, অর্পিতা ও অলোকা সহ অনেকেই।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest