জীবন বিধাতার গ্রন্থ
শ্রী শান্ত নাথ
জীবন তো আর জীবন নয়
লিপি করা গ্রন্থ মনে হয়।
হাজারো হাজারো গ্রন্থে
নিমন্ত্রণ আসে, অভিনয় করতে।
তবে চাইলে কি আর যাওয়া যায়
অদৃশ্য লেখক নিষেধ করে আমায়।
আদেশ করে প্রতিক্ষণ—
এদিকে নয় ঐ দিকে করো গমন।
যদি ক্লান্তি আর দুঃখ অনুভূতি হয়
ডাকিয়, জ্ঞানে হইব উদয় ;
আপন করিয়ো খাতা আর কলম
ব্যথা জাগলে, লিখিয়া হৃদয়ে লাগাইয়ো মলম।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন