প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪
রেশিয়া খান,কবি ও লেখক……
আমি অতি সাধারন জীবন পছন্দ করি সেই কারণেই হয়তো বর্তমান আধুনিকতার নামে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পক্ষপাতিত্ব হতে পারি না পারিবারিক ভাবে ও সামাজিক ভাবে I নাড়া দেয় আমার অন্তরের গভীরে হারিয়ে যাচ্ছে কিংবা হারিয়ে যাবে সম্পর্ক গুলি অতি ধীরে ধীরে পিতা মাতার আত্মীয় স্বজন ভাই বোন শত সম্পর্ক যা আছে সব সম্পর্ক দুরত্ব সৃষ্টি করে ভবিষ্যতে I
জানিনা আমার মতো সেকেলে কয়জন আছেন এইভাবে ভাবেন এবং শুধু ভাবেন কেন বলি কষ্ট হয় রীতিমতো বলতে পারি আমারIআমরা বড় হয়েছি যৌথভাবে পরিবারের সদস্যদের একসাথে মা বাবা দাদা দাদী চাচা চাচি একই ছাদের নিচে I নিজের ভাই বোন আর চাচাতো ভাই বোন দের মাঝে কোন আলাদা করে দেখার সুযোগ ছিলো না দেখি নি আমরা শুধু আমরা নয় সবার আমাদের শৈশব কৈশোর কেটেছে পারিবারিক আদর্শ নীতিমালার শিক্ষা পেয়ে আদর স্নেহের ভান্ডার ছিলো I শুধু মা বাবা থেকে নয় এই স্নেহ মমতা দাদার দাদীরা আগলে রাখতেন আমাদের বুকভরা ভালবাসার পরশ বুলিয়ে I
বর্তমান আধুনিকতার নামে বিচ্ছিন্ন হয়ে পরিবারের মানুষ নিজেদের আলাদা করে বসবাস করে বেশির ভাগ ক্ষেত্রেই I তবে অনেকের পরিস্থিতির কারণে হয়তো সেটা চাকুরীর কারণে বিদেশের কারনে হয়তবা একইসাথে থাকা সম্ভব হয় না I তাদের কথা বলবো না আমি I
চোখে পড়ে খবরের কাগজে যখন দেখি বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় মা বাবাকে I সন্তানের অবহেলায় অবজ্ঞা নিয়ে বাকিটা জীবন বৃদ্ধা আশ্রমে কাটাতে হয় তাদের I ছেলের সংসারে বাড়তি ঝামেলা ভেবে মা বাবাকে তখন খুব কষ্ট হয় I সংসারে মা বাবার ছায়ার মতো শান্তির পরশ থেকে বঞ্চিত হয় I বিচ্ছিন্ন হয়ে আধুনিক জীবন নয় এটা স্বার্থপরতা এসব সন্তান বেছে নিয়ে ভাইরাস ছড়াচ্ছে সমাজের মাঝে I
সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সমাজের মানুষেরা দায়ী I তাই নয় কি?
আমরা জাগ্রত হয়ে উঠে বিবেকের কাছে প্রশ্ন করে দেখি প্রতিরোধ করবো আমরা, পারবো না?কেন আমাদের মা বাবা শেষ বয়সে আমাদের সাথে বসবাস করতে পারবেন না যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের সব কিছু I আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কেন আমরা স্নেহ ভালোবাসায় আবারো কাছাকাছি সুখে দুঃখে একে অন্যের সাথে সুহৃদ থাকতে পারবো না I
কাছে থাকা মানে নয় এক ছাদের নিচে থাকা সময়ের সুযোগের কারণে আজ কাল লন্ডন আমেরিকা কানাডায় বিভিন্ন দেশে আমরা ছড়িয়ে গেছি মনের দিকে কাছে থাকলে কোথায় থাকি সেটা কোন ব্যাপার নয় I মনের থেকে আমরা যেন হারিয়ে না যাই এই আমাদের বাসনা I
আমরা হিংসা নিন্দা স্বার্থপরতা ভাইরাসের রোগ থেকে বেরিয়ে এসে সমাজ কে দূষণ মুক্ত করি I পারিবারিক আদর্শ নীতিমালা ধরে রাখতে একতাবন্ধ হই মায়ার বন্ধনে Iতাহলে আমরা একটা সুস্থ সমাজ ফিরে পাবো আগের মতো হাসতে পারবো মনের শান্তি ফিরে পাবো ডিপ্রেশন নামক রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যার ঘটনা শুনতে হবে না আমাদের I
রেশিয়া খান : লেখক,লন্ডন প্রবাসী
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest