এম এ মান্নান (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে মধ্যনগর থানা পুলিশ, এবং তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে।
জানা যায়,রবিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মাজু মিয়া ও রিপন চৌধুরী মাদক সহ পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পাশের গ্রাম বদলপুর এলাকার উড়াবিলের কান্দায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ , এবং তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ কৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫০০০ টাকা।
আটককৃতরা হলেন উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ মাজু মিয়া(৩০) ও মৃত জুয়াদ চৌধুরীর ছেলে মোঃ রিপন চৌধুরী(৩৬) আরও জানা যায়, তারা দির্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাদক দ্রব্য ইয়াবা, গাঁজা, ও মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এবিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আটকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
এম এ মান্নান,
২২.০৪.২০২৪
০১৭৭১৯২১৬৫২
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন