স্টাফ রিপোর্ট :: সুনামগঞ্জে মিডিয়া প্রতিনিধিদের সাথে নবাগত যোগদানকৃত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী'র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাছুম হেলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, মাছরাঙ্গা টেলিভিশন এর জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক আল হেলাল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম তালুকদার, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সাংবাদিক শহীদ নুর আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্হানীয় সরকার শাখার উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন, সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ নিজ নিজ পরিচিত উপস্থাপন করেন।
এসময়ে যোগদানকৃত জেলা প্রশাসক নিজের পরিচিতি উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জেলার সার্বিক উন্নয়ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন