প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৪
এম এ মান্নান (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ সহ ১ জেলেকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সোমেশ্বরী নদীর দুগনই ও আবিদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অতীশ দর্শী চাকমা। জব্দকৃত চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।সেই সাথে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন১৯৫৯ অনুযায়ী ইমামুল হাসান(২০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত প্রদান করা হয়। ইমামুল হাসান উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের সাজি রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অতীশ দর্শী চাকমা বলেন,চায়না দুয়ারী জাল আমাদের হাওর ও নদীর প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দেয়। চায়না দুয়ারী জাল বন্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫
০২/০৪/২৩
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest