প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪
জাকিয়া সুলতানা সুনামগঞ্জ :
ইউএসএআইডি এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এসপিএল প্রকল্পের এর উদ্যোগে সুনামগঞ্জে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
২৫শে মার্চ বিকাল ৪ ঘটিকায় শহরের এম্ব্রশিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় আওয়ামীলীগ, বিএনপি এর সিনিয়র নেতৃবৃন্দসহ সুশীলসমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উক্ত কর্মপরিকল্পনা সভায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের বিগত সময়ের কার্যক্রমে অগ্রগতি এবং আগামীতে তিন মাসের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়। এছাড়াও এর আগে অনুষ্ঠিত ‘নাগরিক প্রত্যাশা’ থেকে প্রাপ্ত সমস্যাগুলো নগরের মেয়র এর কাছে হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে।
এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আবু নাসের।
উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন,মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর নাইমুর রহমান,ও মাহতাবউদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহিন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফৌজি আরা শাম্মি,সর্বদলীয় সম্প্রীতি উদ্যেগ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মিসবাহ উদ্দিন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও
সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া, সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, যুগ্ন সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা আওয়ামী লীগের উপ সাংস্কৃতিক সম্পাদক শুভ বনিক,কৃষকলীগের সদর উপজেলার আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব,যুবলীগ নেতা,ফারুক আহমেদ সুজন,সৈয়দা তমা,
সৈয়দা রুমা নাসের, ইশতিয়াক আহমেদ পিয়াল
সহ আরো অনেকেই।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest