এম এ মান্নান (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ৩০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার আসরের নামাজের পরে মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সদস্যদের উদ্যোগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান,ইফতার সামগ্রী হিসেবে প্রত্যেককে আধা কেজি মুড়ি,১ লিটার তেল,আধা কেজি ডাল,আধা কেজি চিড়া, আধা কেজি ছানা বোট, আধা কেজি খেজুরের প্যাকেজ ৩০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো.রাশিদ আলমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো.মাহাবুব আলমের সঞ্চালনায় বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক ব্যাংক কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক,হাকিম উদ্দিন,সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আব্দুল ওয়াদুদ,ডাক্তার মো.মুক্তাদির হোসেন,ব্যাংক কর্মকর্তা মো.আলমগীর হোসেন,লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন জাকির প্রমুখ।
এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
২৩.০৩.২০২৪
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন