ছাতক প্রতিনিধিঃ ছাতকে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুষ্টি কমটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। সভার শুরুতে পুষ্টি বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী। সূচনা’র টেকনিকেল ম্যানেজার মোমেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ইন্সপেক্টর(তদন্ত) আরিফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মামনি এমএনইএসপি প্রকল্পের কো-অর্ডিনেটর ফিরোজ আখতার, টেশনিকেল অফিসার এ কে শামীম আহমদ প্রমূখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন