প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক সফল ইউপি মেম্বার মরহুম আব্দুল করিম সাহেবের ২৮ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধান্জলি।তিনি ১৯৯৬ সালের ১১ ই রমজান ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে যান। আব্দুল করিম সাহেব শুধু একজন সফল ইউপি মেম্বারই ছিলেন না, তিনি ব্যাক্তি হিসেবে চমৎকার একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি খুব সহজেই মানুষের সাথে মিশতে পারতেন এবং মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতেন।তার মৃত্যুবার্ষিকীতে দুঃখ ভারাক্রান্ত মনে তার আত্বার শান্তি কামনা করছেন এলাকাবাসী সহ তার পরিবারবর্গ
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মরহুম আব্দুল করিম সাহেবের সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সাত্তার বলেন বাবা বড় অসময়ে আমাদের রেখে চলে যান। আমার বাবা ছিলেন একজন সৎ আদর্শবান কর্মট নির্ভীক সাহসী কোমল হৃদয়ের অধিকারী একজন মানুষ। আমার বাবার সততা আদর্শ আমাদের অনুপ্রেরণা। আমার বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাই
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest