প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৪
শফিকুল ইসলাম স্বাধীন, বিশেষ প্রতিনিধি:
ভারতে অনুপ্রবেশ করে চোরাই কয়লা আনতে গেলে কয়লার গুহায় পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে আইয়ূব আলী (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়ার তিন ছেলে এক মেয়ে এরমধ্যে বড় ছেলে মৃত আইয়ূব আলী।
আরো জানা যায়, মৃত ব্যক্তির ছেলে সন্তান রেখে গেছেন ও স্ত্রী প্রবাসে আছেন।
১৪ই মার্চ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ট্যাকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে কয়লার গুহায় পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে কয়লার গুহায় পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে, বিজিবি’র ট্যাকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান কে ০১৭৬৯৬১৩১২৮ সরকারি নাম্বারে একাধিকবার ফোন করলেও উনি ফোন রিসিভ করেনি।
এজন্য ওনার বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest