প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ :
সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২মার্চ) সকালে জামালগঞ্জ ব্র্যাক অফিসে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষে সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী, ফেরত অভিবাসীর সমন্বয়ে এ ফোরাম গঠন করা হয়। ফোরামের সভাপতি হলেন মো:আফছার উদ্দিন, সহ-সভাপতি-মো:দুলাল মিয়া, সাধারণ সম্পাদক-মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: ইমাম হোসেন, এবং সংবাদকর্মী বাদল কৃষ্ণ দাসকে তথ্য ও প্রচার সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগন হলেন, ইউ/পি মহিলা সদস্যা সবিতা রাণী সরকার, মো:নুরুল ইসলাম, জাহির আহম্মদ, মো: মোশারফ হোসেন, রামানন্দ সরকার,কয়েছ আহম্মদ, জলি রাণী দাশ, পিয়ারা বেগম ও রিতেশ দাশ,
ফোরামে অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের বাধাসমুহ উত্তরণে, নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পূর্ণবাসনে করণীয় এবং নারী অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন। প্রবাসবন্ধু ফোরাম প্রবাসীদের জন্য বন্ধু হিসাবে সবসময় পাশে থেকে কাজ করবে।
সভা সঞ্চালনা করেন ব্র্যাক জেলা কাউন্সিলর শাওন রায় এবং সভা সমন্বয়ক ছিলেন ব্র্যাক প্রতিনিধি পাবেল কান্তি সরকার।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest