প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪
সেলিম আহম্মেদ,ধর্মপাশা:
অনুমতি ছাড়া সরকারি জায়গা থেকে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশায় আবু সালেহ (২৭) নামের এক ব্যক্তিকে আটক ও ২টি খনন যন্ত্র জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মার্চ) সকাল ১১টা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়লা গ্রামের খলারঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান। আটককৃত সালেহ ওই ইউনিয়নের দয়ালপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান জানান, বিনা অনুমতিতে সরকারি জায়গা থেকে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে ২টি খনন যন্ত্রসহ (ভ্যাকু) তাঁকে আটক করা হয়। পরে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করলে তাঁকে মুক্তি দেওয়া হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest