প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন,সুনামগঞ্জে চোরাচালানি বাড়ছে।কাটাতারের বেড়া পেরিয়ে প্রতিদিন পেঁয়াজ, চিনি ভারত থেকে দেশের বিভিন্ন জেলায় পাচার হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য আসায় সরকার রাজস্ব হারাচ্ছে। এসব চোরাচালানে যুবকরা যুক্ত হয়ে বিপদগামী হচ্ছে। তিনি আরও বলেন, এক সময় সুনামগঞ্জ দাদন ব্যবসায়ীদের অভায়রণ্য হিসেবে পরিচিতি লাভ করে। এখন স্মাগলিং জোন হিসেবে পরিচিতি পাচ্ছে।এতে সুনামগঞ্জের সুনাম ক্ষুন্ন হচ্ছে। গণমাধ্যমকর্মীদের পেঁয়াজ ও চিনি কান্ড নিয়ে পত্রিকায় তুলে ধরার আহবান জানান। সেই সাথে প্রশাসনকে চোরাচালান নির্মুলে আরো কঠোর হওয়ার দাবি জানান তিনি।সোমবার সকালে শহরের জগৎজ্যোতি পাঠাগারে কেক কেটে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ৫ম বর্ষপুর্তি উদযাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীরের সঞ্চালনায়, বক্তব্য রাখেন সাবেক রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর। এ সময় স্হানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্হিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest