সেলিম আহম্মেদ,ধর্মপাশা:
সুনামগঞ্জের ধর্মপাশায় পিকআপ ভ্যানসহ আলী মোস্তফা (২৪) নামের এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী।
গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে
উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজ গাবী গ্রামের আলী মুর্তুজার বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত গরু চোর আলী মোস্তফা নেত্রকোনা জেলার
বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি গ্রামের মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে গাবী গ্রামের কৃষক আবদুল হাশিমের
ঘোয়ালঘর থেকে একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় গ্রামবাসীর নজরে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুদ্দোহা পিপিএম জানান, একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই চোরকে উদ্ধার ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ওইদিনই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন