প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এম এ মান্নান (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ ও নেতৃবৃন্দরা। আগাম বন্যা হাত থেকে ফসল রক্ষা করতে ও দুর্যোগ মোকাবিলা করতে বাঁধের কাজ গুণগত মান উন্নয়নের লক্ষ্যে যুবলীগের এ উদ্যোগ নিয়েছে। কৃষকের ফসল বোরোধান নিরাপদে ঘরে তুলতে বাধগুলো পিআইসিরা যাহাতে নয়ছয় করে কাজ করতে না পারে,এবং মজবুত করে কাজ করতে পিআইসিদের পরামর্শ দেন। এবিষয়ে মধ্যনগর উপজেলা যুবলীগের সহযোগী নেতৃবৃন্দদের একটি টিম, সোমবার বিকেলে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের নির্দেশে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ তদারকি করতে গুরাডুবা উপ-প্রকল্পের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য নূরমোহাম্মদ, কোয়েত প্রবাসী যুবলীগ নেতা রুহুল আমীন তালুকদার, মন্টু সরকার,জহরলাল,আলমগীর, লীঠন সরকার, সুজিত সরকার প্রমুখ।
যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ বলেন,আমরা সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্যের নির্দেশে হাওরের ফসলরক্ষা বাঁধগুলো পরিদর্শন করেছি। হাওরের ফসল ঘরে তুলার আগ পর্যন্ত মাননীয় সংসদ সদস্যের নির্দেশে আমরা বাঁধে থাকবো এবং কৃষকের স্বার্থে বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্নকরণে আমরা সহযোগিতা করে যাব।
এম এ মান্নান,
০১৭৭১৯২১৬৫২
২০/০২/২৪
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest