প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২
ভাটির কণ্ঠ ডেক্স : সুনামগঞ্জ পৌরশহরের ময়লা আবর্জনা অপসারণের জন্য আরও চারটি ডাম্পিং ট্রাক নতুন করে যুক্ত করা হয়েছে।
১১ ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকার সময়ে পৌরসভা প্রাঙ্গণে মেয়র মোহাম্মদ নাদের বখত ৪টি ডাম্প ট্রাক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র নাদের বখত বলেন,শহরের ময়লা আবর্জনা দ্রুত অপসারণ করে শহরকে পরিচ্ছন্ন রাখা পৌরসভার অন্যতম কাজ।
এই ৪টি ট্রাক সংযোজন হওয়ার ফলে এই কাজে আরও গতিশীলতা ও জবাবদিহিতা আসবে। তিনি গাড়ীগুলো যাতে যথাযথভাবে কাজে ব্যবহৃত হয় সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল,সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস,৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশারফ হুসেন, হিসাবরক্ষক, পার্থ প্রতিম দাস, যান্ত্রিক এর দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার সাইদ আনোয়ার বাপ্পি সহ ট্রাক চালকগন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest