প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
ভাটির কণ্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা হয়েছেন তাঁদের নাম প্রকাশ করছি।
মনোনয়ন পেয়েছেন-
১. দ্রৌপদী দেবী আগরওয়ালা- ঠাকুরগাঁও
২. মোছাঃ আশিকা সুলতানা- নীলফামারী
৩. রেজিয়া ইসলাম- পঞ্চগড়
8. রোকেয়া সুলতানা- জয়পুরহাট
৫. কোহেলী কুদ্দুস- নাটোর
৬. জারা জাবীন মাহবুব- চাঁপাইনবাবগঞ্জ
৭. রুনু রেজা- খুলনা
৮. ফরিদা আক্তার বানু- বাগেরহাট
৯. মোসা. ফারজানা সুমি- বরগুনা
১০. খালেদা বাহার বিউটি- ভোলা
১১. নাজনীন নাহার রশীদ- পটুয়াখালী
১২. ফরিদা ইয়াসমিন- নরসিংদী
১৩. উম্মি ফারজানা ছাত্তার- ময়মনসিংহ
১৪. নাদিয়া বিনতে আমিন- নেত্রকোণা
১৫. মাহফুজা সুলতানা- জয়পুরহাট
১৬. পারভীন জামান- ঝিনাইদহ
১৭. আরমা দত্ত- কুমিল্লা
১৮. লায়লা পারভীন- সাতক্ষীরা
১৯. বেগম মন্নুজান সুফিয়ান- খুলনা
২০. বেদৌরা আহমেদ সালাম- গোপালগঞ্জ
২১. শবনম জাহান- ঢাকা
২২. পারুল আক্তার- ঢাকা
২৩. সাবেরা বেগম- ঢাকা
২৪. শাম্মী আহমেদ- বরিশাল
২৫. নাহিদ ইজাহার খান- ঢাকা
২৬. ঝর্না হাসান- ফরিদপুর
২৭. ফজিলাতুন নেসা- মুন্সীগঞ্জ
২৮. শাহিদা তারেখ দীপ্তি- ঢাকা
২৯. অনিমা মুক্তি গমেজ- ঢাকা
৩০. শেখ আনার কলি পুতুল- ঢাকা
৩১. মাসুদা সিদ্দীক রোজী- নরসিংদী
৩২. তারানা হালিম- টাঙ্গাইল
৩৩. বেগম শামসুর নাহার- টাঙ্গাইল
৩৪. মেহের আফরোজ- গাজীপুর
৩৫. অপরাজিতা হক- টাঙ্গাইল
৩৬. হাছিনা বারী চৌধুরী- ঢাকা
৩৭. নাজমা আক্তার- গোপালগঞ্জ
৩৮. রুমা চক্রবর্তী- সিলেট
৩৯. ফরিদুন্নাহার লাইলী- লক্ষ্মীপুর
৪০. আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর
৪১. কানন আরা বেগম- নোয়াখালী
৪২. শামীমা হারুন- চট্টগ্রাম
৪৩. ফরিদা খানম- নোয়াখালী
৪৪. দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম
৪৫. ওয়াসিকা আয়শা খান- চট্টগ্রাম
৪৬. জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ- রাঙ্গামাটি
৪৭. সানজিদা খানম- ঢাকা
৪৮. মোছা. নাছিমা জামান (ববি)- রংপুর
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest