শুক্রবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন এর জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে । জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন উপলক্ষে সাচনা বাজার সি এন বি রোডে এক কর্মী সভা শাহ আলমের সভাপতিত্বে ও বদিউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথিহিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঝজ জেলা৷ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নেরসভাপতি লিলু মিয়া শ্রমিকনেতা টিটু দাস, সভায় জহুর আলীকে সভাপতি ও ডিলশাদ মিয়াকে সাধারণ সম্পাদক এবং বদিউজ্জামান বদরুলকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শাহ আলম,সহ সম্পাদক একরাম আলী,অর্থ সম্পাদক মিন্টু চৌধুরী, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া। সদস্য কামরুল ইসলাম, সুজন মিয়া,ডালিম মিয়া, বায়েজিদ মিয়া, সবুজ মিয়া,।
বার্তা প্রেরক :-
দিলশাদ মিয়া
সাধারণসম্পাদক
হোটেল শ্রমিক ইউনিয়ন
জামালগঞ্জ উপজেলা কমিটি
তাং- ১০/০২/০২৪ইং
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন