প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জঃ
বাংলাদেশ ক্ষত্রিয় বর্মন সম্প্রদায়ের ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদ(বিকেবিকেপি), সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও বিকেবিকেপি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, মানবিক চিকিৎসক , মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বাদল চন্দ্র বর্মন সহযোগিতায়, বিকেবিকেপি, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুক্লেশ বর্মন (শুভ)’র তত্ত্বাবধানে,সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া ,জলিলপুর , তায়েবনগর, শ্রীমন্তপুর , কৃষ্ণপুর ,যশমন্তপুর, সুখদেবপুর ও ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মিলনপুর গ্রামের কয়েকজন সহ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিকেবিকেপি সুনামগঞ্জ জেলার দপ্তর সম্পাদক সুবোধ বর্মন, সহ- আইন বিষয়ক সম্পাদক,অ্যাডভোকেট রথীশ চন্দ্র বর্মন,সংগঠনের সদস্য কমল বর্মন, রতীন্দ্র বর্মন।
এসময় বক্তারা বলেন,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা এই শৈত্য প্রবাহ চলাকালে গরীব, অসহায়, আর্ত, পীড়িত ও শীতার্ত মানুষের মাঝে নিজ নিজ অবস্থান থেকে, সামর্থ্য অনুসারে শীতবস্ত্র বিতরণ করে তাদের কষ্ট লাগবে এগিয়ে আসি। জয় হোক মানবতার, জয় হোক মানব ধর্মের।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest