প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
ভাটির কন্ঠ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীর বিরুদ্ধে নিজের যমজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো দুইজন হলো উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে চার বছর বয়সী রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ। স্থানীয়রা জানান, দুই সন্তানের মা রিমা বেগম মানসিক ভারসাম্যহীন।
বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে পান না। ওই সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাইরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার সন্তানদের মরদেহ দেখতে পান। পরে সকাল ৬টার দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে জানান। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্য সদস্যরা হাসপাতালে যান।
দুই সন্তানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, ‘এ ঘটনায় যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মা তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন, তবে কেন হত্যা করেছেন তা জানা যায়নি।’ এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
বিমা বেগম মানসিক ভারসাম্যহীন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এটা এলাকার লোকজন বলেছে।আমাদের কাছে মনে হয়নি।’
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest