প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪
বাংলাদেশের অন্যতম সিলেট বিভাগে এবার মন্ত্রী শূন্য।
বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে- ‘সিলেট-১ আসন যার, সরকার তার’। স্বাধীনতার পর এই পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের দলই সরকার গঠন করেছে। ফলে এই ধারণা আরও পাকাপোক্ত হয়েছে। ফলে দিনে দিনে সিলেট-১ আসন পরিচিতি পেয়েছে মর্যাদাকর আসন হিসেবে।
সিলেট-১ আসন থেকে এ পর্যন্ত যারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন তারা প্রত্যেকেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত। ফলে এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সবসময় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নতুন মন্ত্রীসভায় রাখা হয়নি সিলেট ১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেনকে। শেখ হাসিনা সরকারের শেষ মন্ত্রীসভায় আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest