প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
সেলিম আহম্মেদ, ধর্মপাশা:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ ( ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর ) আসনে গত ৩০নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের দশধরী গ্রামের বাসিন্দা ও বিকল্প ধারা বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম চৌধুরী। তিনি বিকল্প ধারা বাংলাদেশ দলের প্রেসিডিয়াম সদস্য । রোববার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে তিনি তাঁর মনোনয়নপত্রটি প্রত্যাহারের জন্য লিখিতভাবে আবেদন করেন। প্রত্যাহারের আবেদনপত্রটি মঞ্জুর হওয়ায় ওইদিন বিকেল ৩টার দিকে তিনির নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে জন আকাঙ্খার সমর্থনে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়নপত্রটি প্রত্যাহার করেছি। আমি মনে করি, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সকলকে সঙ্গে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে তিনি সরকার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest