প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
জাকিয়া সুলতানা : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজার স্টিল বডি ও বারকি নৌকার সংঘর্ষে ২ জন শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে জীবন মরন স্বন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬ঘটিকার সময় উপজেলার চিকসা গ্রামের শ্রমিকগন কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছেন। এসময় অপরদিক থেকে আসা স্টিলবডি-টি বারকি নৌকায় ধাক্কা দেওয়ায়, ২ জনশ্রমিক পানিতে নিখোঁজ হন। এবং ৩ জন গুরুতর আহত হন।
এদিকে আহত হওয়ার ঘটণায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপুরণের দাবি জানিয়ে বিবৃতি প্রধান করেছেন বারকি শ্রমিক সংঘ যাদুকাটা নদী শাখা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের নিহত, আহতরা হলেন,নুরুল আমিন (২৫)পিতা আব্দুল কাইয়ুম, .এবং সামায়ুন কবির ২৭-পিতা আব্দুছ শহিদ নিহত ও আহতরা হলেন আব্দুল ওয়াহিদ ৪৮পিতা:- আব্দুল মান্নান, আব্দুল ওযুদ ৪৩পিতা আতর আলী, মনির২৬পিতা:- আব্দুর নুর
বার্তা প্রেরক :-তাহের মিয়া,সাধারণসম্পাদক
বারকি শ্রমিক সংঘ
যাদুকাটা নদী কমিটি
রেজিনং ২৩৫৫
তাং৩/১২/২০২৩ইং
মোবাইল ০১৭৩৪৩৫৪৩০৭
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest