ভাটির কণ্ঠ ডেস্ক :
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এবং বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গল বার সন্ধ্যায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
প্রদীপ প্রজ্বালন অনুষ্টান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাই,জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়,সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাড.দেবদাস চৌধুরী রঞ্জন,জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অঞ্জন চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড.খলিল রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ,সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মঞ্জু তালুকদার, বাশরী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহীন বখত,সঙ্গীতশিল্পী দ্বীপায়ন চৌধুরী চয়ন, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বিনক, সহসভাপতি জুবায়ের বখত সেবুল,বুলবুল সঙ্গীত নিকেতনের সভাপতি প্রীতিভূষণ চক্রবর্তী,বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব,সঙ্গীত শিল্পী বারিক মিয়া,জহির আহমদ সুহেল,পঙ্কজ বাউল।
এসময় বক্তাগণ বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট হয়ে ইসরাইল প্রতিদিন শতশত নারী,শিশুসহ নিরিহ মানুষকে হত্যা করছে। এটি মানবতাবাদ বিরোধী অপরাধ। এই গণত্যার প্রতিবাদে আজকের প্রদীপ প্রজ্বালন। প্যালেস্টাইনের নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা বন্ধের দাবী জানান শিল্পীকর্মীরা। তাছাড়া বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণ করে অগ্নিসন্ত্রাস বন্ধেরও দাবী জানান বক্তারা।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন