প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন কিনলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট গোলাম কিবরিয়া।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মমনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় তার সংগে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এডভোকেট গোলাম কিবরিয়া সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা, সভাসমাবেশ ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড করে যাচ্ছেন তিনি।
এডভোকেট গোলাম কিবরিয়া জানান, দলীয় মনোনয়ন পেলে সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে আসনটিকে স্মার্ট আসনের রূপন্তর করে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করবেন তিনি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest